Home দৈনিক প্রেরণা সঙ্গী করে নিন মূল্যবান কিছু চাণক্য নীতি ( পর্ব 2 )

সঙ্গী করে নিন মূল্যবান কিছু চাণক্য নীতি ( পর্ব 2 )

3453

চাণক্যের বিখ্যাত বাণী

1. কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই তিনটি প্রশ্ন করবে-  a. আমি এটা কেন করতে চলেছি? b. এর পরিনাম কী কী হতে পারে? c. আমার সফলতার সম্ভাবনা কতটা? যদি ঐ প্রশ্ন গুলির সন্তোষজনক উত্তর পেয়ে যাও, তবেই কাজটা শুরু কর।

 

2. কোনো ব্যক্তির খুব বেশী সহজ-সরল হওয়া উচিৎ নয়। কারণ, সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়।

 

3. অতি সৌন্দর্য্যের জন্য সীতার হরণ হয়েছিল, অতি গর্বের কারণে রাবণের পতন হয়েছিল এবং অতি দানী হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল। সুতরাং ‘অতি’-কে সর্বদা ত্যাগ করা উচিৎ।

 

চাণক্য (খ্রিস্টপূর্ব ৩৭০-২৮৩ অব্দ) রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে প্রাচীন ভারতের একজন দিকপাল ছিলেন এবং তাঁর তত্ত্বগুলি চিরায়ত অর্থনীতির বিকাশ লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। রাষ্ট্রবিজ্ঞানে তাঁর পাণ্ডিত্যের জন্য চাণক্যকে ভারতের মেকিয়াভেলি বলা হয়।

 

** এই ধরনের পোস্ট গুলো আপনার ভাল লাগলে অবশ্যই আমাদের অ্যাপটি শেয়ার করবেন l ধন্যবাদ