Home দৈনিক প্রেরণা সঙ্গী করে নিন মূল্যবান কিছু চাণক্য নীতি ( পর্ব 3 )

সঙ্গী করে নিন মূল্যবান কিছু চাণক্য নীতি ( পর্ব 3 )

3520

চাণক্যের বিখ্যাত বাণী

 

1. যা ঘটে গেছে তা ঘটে গেছে। যে সময় অতীত হয়েছে সেটা নিয়ে ভেবে অনুশোচনা করে সময় নষ্ট করা অর্থহীন। যদি তোমার দ্বারা কোনো ত্রুটি হয়ে থাকে, তবে তা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে শ্রেষ্ঠ করার চেষ্টা করা উচিৎ, যাতে ভবিষ্যতকে সুরক্ষিত রাখা যায়।

 

2. একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবে না, এবং কাজ ছাড়বে না। যারা নিষ্ঠার সাথে কাজ করে তারাই সবচেয়ে সুখী।

 

3. কোনো দূর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করা আরও বেশী বিপদের। কারণ, তারা এমন সময় এবং এমন জায়গায় আঘাত করতে পারে, যেটা আমরা কল্পনাও করিনি।

 

 

চাণক্য (খ্রিস্টপূর্ব ৩৭০-২৮৩ অব্দ) রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে প্রাচীন ভারতের একজন দিকপাল ছিলেন এবং তাঁর তত্ত্বগুলি চিরায়ত অর্থনীতির বিকাশ লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। রাষ্ট্রবিজ্ঞানে তাঁর পাণ্ডিত্যের জন্য চাণক্যকে ভারতের মেকিয়াভেলি বলা হয়।

 

** এই ধরনের পোস্ট গুলো আপনার ভাল লাগলে অবশ্যই আমাদের অ্যাপটি শেয়ার করবেন l ধন্যবাদ