Home দৈনিক প্রেরণা স্বামী বিবেকানন্দের বিখ্যাত বানী (2)

স্বামী বিবেকানন্দের বিখ্যাত বানী (2)

3957
swami vivekanada

জীবনে তিনটি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলার কথা বলেছেন স্বামীজী। তিনি বলেছেন, ‘যারা তোমায় সাহায্য করেছে, তাঁদের কখনও ভুলে যেও নাযারা তোমাকে ভালোবাসে, তাদের কোনওদিন ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে, তাদের কখনও ঠকিয়ো না।’