Home দৈনিক প্রেরণা সঙ্গী করে নিন মূল্যবান কিছু চাণক্য নীতি

সঙ্গী করে নিন মূল্যবান কিছু চাণক্য নীতি

2344

চাণক্যের বিখ্যাত বাণী

1. কোনো কাজ আগামীকালের জন্য ফেলে রাখা উচিৎ নয়। পরমূহুর্তে কী ঘটতে চলেছে তা কে বলতে পারে?

 

2. বিরাট পশুপালের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায়। একইভাবে, যে কাজ করে অর্থ সবসময় তাকেই অনুসরণ করে। 

 

3. অপরের ভূল থেকে নিজে শিক্ষা নাও। কারণ, সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে।

 

 

চাণক্য (খ্রিস্টপূর্ব ৩৭০-২৮৩ অব্দ) রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে প্রাচীন ভারতের একজন দিকপাল ছিলেন এবং তাঁর তত্ত্বগুলি চিরায়ত অর্থনীতির বিকাশ লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। রাষ্ট্রবিজ্ঞানে তাঁর পাণ্ডিত্যের জন্য চাণক্যকে ভারতের মেকিয়াভেলি বলা হয়।

 

** এই ধরনের পোস্ট গুলো আপনার ভাল লাগলে অবশ্যই আমাদের অ্যাপটি শেয়ার করবেন l ধন্যবাদ