Home অনুপ্রেরণামূলক গল্প সাফল্য কি? সফল জীবন কেমন? (অনুপ্রেরণামূলক ছোটগল্প)

সাফল্য কি? সফল জীবন কেমন? (অনুপ্রেরণামূলক ছোটগল্প)

20381
Bong motivation
bangla motivation

হ্যালো বন্ধুরা, আশা করি ভাল আছেন|  আজ একটি ছোট গল্প আপনার সাথে শেয়ার করবো|  তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক|  একদিন একটি ছোট বাচ্চা ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করল “বাবা জীবনে সফলতা আসলে কি?” তখন বাবা ছেলেকে নিয়ে একটা মাঠে গেল ঘুড়ি ওড়াতেঘুড়ি ওড়াতে| বাবা ঘুড়ি ওড়াতে লাগলেন| ছেলেটি মনোযোগ দিয়ে ঘুড়ি ওড়ানো দেখছে, কিছুক্ষণ পর সে বলল বাবা সুতোর কারণে ঘুড়িটা বেশিদূর যেতে পারছে না|আমরা কি সুতোটা কেটে দেবো? বাবা সুতো কেটে দিলেন| এবার ঘুড়িটি আরো উপরে উঠতে থাকল এবং ক্রমশ দূরে যেতে থাকলো, কিছুক্ষণ পর দিগন্তে হারিয়ে গেল| তারপর কোন অজানা জায়গায় ঘড়িটি মাটিতে লুটিয়ে পড়ল| তখন তার বাবা জীবনে সফলতার পার্থক্য বোঝালেন l আমরা যে উপরে উঠতে চাইছি, সেই উপরে ওঠা কিছু রীতিনীতি দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে, যেমন- সংসার, পরিবার, সমাজ ইত্যাদি l আমরা এগুলো থেকে বাধা মুক্ত হতে চাইছি l আসলে এগুলি হল আসল সুতো যা আমাদের উপরে উঠতে সাহায্য করে l সুতো ছাড়া উপরে ওঠা অসম্ভব, আর আমরা যদি সুতো ছাড়া উপরে উঠতে চাই তাহলে আমাদের সেই অবস্থা হবে যা সুতোহীন ঘড়িটির হয়েছিল l তাই সাফল্যের চূড়ান্ত সীমায় নিজেকে নিয়ে যেতে সেই সুতোর সাথে কখনো সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবেনা, পরিবার, আত্মীয়স্বজন, সমাজ কে সঙ্গে নিয়ে ধীরে ধীরে নিজের লক্ষ্যে অটুট থাকুন l যদি লক্ষ্যে পৌছাতে মাঝ পথে অনেক বাধা বিপত্তি আসে সেই বাধাগুলোর অনেকাংশ আপনার সুতো মানে আপনার পরিবার শোষণ করে নেবে l আর ধীরে ধীরে আপনি আপনার কাঙ্খিত সাফল্য পেয়ে যাবেন l

শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ l আমাদের বাংলা মোটিভেশনাল ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল Bong Motivation-এ আসুন l