Home অনুপ্রেরণামূলক গল্প পৃথিবীতে আসার আগে থেকেই আপনি একজন সফল যোদ্ধা, তাহলে এখন কেন নয়?

পৃথিবীতে আসার আগে থেকেই আপনি একজন সফল যোদ্ধা, তাহলে এখন কেন নয়?

4987
sperm

বিজ্ঞান বলেছে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ পুরুষ একবার সহবাসে যে পরিমান বির্য নির্গত করে তাতে ২০-৩০ কোটি স্পার্ম নির্গত হয়।।

( স্থান পেলে ২০-৩০ কোটি বাচ্ছা তৈরি হতো ) এই ২০-৩০ কোটি স্পার্ম, মায়ের ওভামের দিকে পাগলের মত ছুটতে ছুটতে পৌঁছায় ৩০০-৫০০ মাত্র, আর বাকিরা এই “ছুটে চলার” দৌড়ে ক্লান্ত, শ্রান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়, বিলীন হয়ে যায়।

এই ৩০০-৫০০ স্পার্ম, যেগুলো ডিম্বানুর কাছে যেতে পেরেছে তাদের মধ্যে মাত্র একটি মহা শক্তিশালী স্পার্ম ডিম্বানুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বানুতে আসন গ্রহন করে, সেই ভাগ্যবান স্পার্মটি হচ্ছেন আপনি কিংবা আমি-অথবা আমরা সবাই ।

     কখনও কি এই মহাযুদ্ধের কথা ভেবেছেন, যেটা আপনি পৃথিবীতে আসার আগেই করেছিলেন ভেবেছেন??

🔴 আপনি তখন দৌড়েছিলেন, যখন আপনার চোখ,হাত পা মাথা ছিল না! তবু আপনি জিতেছিলেন।

🔴 আপনি তখন দৌড়েছিলেন, যখন আপনার কোন সার্টিফিকেট ছিল না! মস্তিষ্ক ছিল না, তবুও আপনি জিতেছিলেন।

🔴 আপনি তখন দৌড়েছিলেন, যখন আপনার কোন শিক্ষা ছিল না, দৌড়ে ছিলেন কারও সাহায্য ছাড়া, তবু আপনি জিতেছিলেন।

🔴 আপনি তখন দৌড়ছিলেন,যখন আপনার একটি গন্তব্য ছিল এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্র চিত্তে দৌড়িয়ে ছিলেন এবং শেষ অবধি আপনি জিতেছিলেন।

আর আজ!!?

🔴 আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান, নিরাশ হয়ে পড়েন, কিন্তু কেন? কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। এখন আপনার বন্ধু বান্ধব, ভাই বোন , সার্টিফিকেট সবকিছু আছে। হাত-পা আছে, শিক্ষা আছে, প্ল্যান করার মস্তিষ্ক আছে, সাহায্য করার মানুষ আছে, তবুও আপনি আশা হারিয়ে আশা ছেড়ে নিরাশায় দুলছেন।

🔴 যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেন নি, ৩০ কোটি স্পার্মের সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় প্রতিযোগিতায় কোন কিছুর অবলম্বন ছাড়া শুধু একা একাই জিতেছেন।

…. সেখানে আজ!!??

আপনি কেন হারবেন? কেন হার মানবেন?

শুরুতে আপনি জিতেছেন,
শেষে জিতেছেন,
মাঝপথেও আপনি জিতবেন। 

সময়ের মূল্য দিন, বিরামহীন লেগে থাকুন- আপনি জিতবেন।।।

 কারন, আপনার জন্ম সৃষ্টির লক্ষেই।

এগিয়ে চলুন!………………..

 

(এই দারুন সুন্দর লেখা টি ইন্টারনেট থেকে সংগৃহীত)

 

** এই ধরনের পোস্ট গুলো আপনার ভাল লাগলে অবশ্যই আমাদের অ্যাপটি শেয়ার করবেন l ধন্যবাদ